করোনা আতঙ্কে তীর্থস্থান ভ্রমণ বাতিল করে ফিরলেন পর্যটকরা মালদায়

21st March 2020 মালদা
করোনা আতঙ্কে তীর্থস্থান ভ্রমণ বাতিল করে ফিরলেন পর্যটকরা মালদায়


দেবাশীষ পাল ( মালদা ) : করোনা আতঙ্কে তীর্থস্থান ভ্রমণ সম্পূর্ণ না করেই ফিরে এলেন তীর্থযাত্রীরা। তাঁদের পরীক্ষা করানোর জন্য নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও রক্ত পরীক্ষা না করা হলেও বাড়িতে ১৪ দিন থাকার পরামর্শ দেওয়া হয়। হোম কোয়ারেন্টিন সেন্টার করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্বাস্থ্যেকন্দ্রে যাওয়ারও মরামর্শ দেওয়া হয়। জানা গেছে, ৬০ জনের তীর্থযাত্রীর দল বাসে করে উত্তরপ্রদেশ, রাজস্থান ভ্রমণে যান। চলতি মাসের ১২ মার্চ তাঁরা মালদা থেকে যাত্রা শুরু করেন। ওদিকে বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি রয়েছে। কোথাও ৪-‌৫ জনের বেশি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তীর্থযাত্রীদের মধ্যে বিজয় ঝা বলেন,‘‌বৃন্দাবনে গিয়ে আমরা করোনা নিয়ে আরও আতঙ্কিত হয়ে পড়ি। তাই আর দেরি না করে ফিরে আসার সিদ্ধান্ত নিই। মালদায় আসার মূহুর্তে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে দেহ পরীক্ষার ব্যাপারে জানানো হয়। সেই হিসেবে আমার মালদা মেডিক্যালে আসি। এখানে আমাদের বাড়িতে ১৪ দিন থাকার পরামর্শ দেওয়া হয়।’‌





Others News